রাজশাহীর চারঘাটে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছিলেন স্থানীয়রা।
বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নন্দনগাছী রেলস্টেশনের কাছে এ কর্মসূচি শুরু করেন তারা।
বিজ্ঞাপন
তবে রেল কর্তৃপক্ষের আশ্বাসে টানা তিন ঘণ্টা পর সোয়া ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে চলাচলকারী ৪টি ট্রেনের স্টপেজ চালুর দাবিতে তারা অবরোধ শুরু করেন।
ট্রেনগুলো হলো- ৭৫৩/৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস (ঢাকা রুট), ৭৩১/৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস (চিলাহাটি রুট), ৭৬১/৭৬২ সাগরদাঁড়ি এক্সপ্রেস (খুলনা রুট) ও ৭৭৯/৭৮০ ঢালারচর এক্সপ্রেস (পাবনা রুট)। তবে রেলওয়ের লোকজন এসে তাদের দাবিসমূহ মানা হবে বলে আশ্বস্ত করেছেন। তাই আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করা হলো। দাবি বাস্তবায়ন দৃশ্যমান না হলে আগামী ২০ জুন আবারও কর্মসূচিতে নামা হবে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, অবরোধ প্রত্যহারের পর সারাদেশের সাথে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আটকে থাকা সাগরদাড়ি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে রাজশাহী রেলস্টেশনের ম্যানেজার শহিদুল ইসলামের যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এর আগে, বুধবার সকালে তিনি বলেছিলেন, আমরা ঘটনাটি শুনেছি। স্থানীয়দের সাথে কথা বলা হচ্ছে। আশা করি, সমাধান হবে।
প্রতিনিধি/ এজে