কিশোরগঞ্জের ইটনায় ছিলনী গ্রামের আলেমদের সামাজিক ও সেবামূলক সংগঠন আল হুদা উলামা সোসাইটির উদ্যোগে ‘নবীন আলেম সম্মাননা ও সংবর্ধনা’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলনী গ্রামের দারুল কোরআন কওমি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে এলাকার নবীন আলেমদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হুদা উলামা সোসাইটির সভাপতি মুফতি বাহরুল ইসলাম মারুফি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুজাফফরপুর লুৎফিয়া মাদরাসার মুহতামিম মাওলানা বুরহান উদ্দিন রাব্বানী, জামিয়া উসমানিয়ার মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান নোমানি এবং লেখক ও গবেষক মাওলানা সাইফ সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাব্বির আহমদ রশিদ বলেন, কিশোরগঞ্জের হাওরাঞ্চল ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে পূর্বে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন চোখে পড়েনি। আলহামদুলিল্লাহ, এই অঞ্চলে আমার আব্বা মরহুম আল্লামা আতহার আলী (রহ.)-এর মেহনত ও দাওয়াতের ফলে মাদরাসার খেদমত ছড়িয়ে পড়েছে। আজ প্রায় পঞ্চাশজন নবীন আলেমকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এটা অত্যন্ত আনন্দের ও আবেগঘন মুহূর্ত। আল্লাহ তায়ালা তাদের জীবনে কল্যাণ দান করুন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আল হুদা উলামা সোসাইটির আলেমরা ঐক্যবদ্ধ ও গোছানো থাকায় এত সুন্দর ও সুচারুভাবে এ আয়োজন সম্ভব হয়েছে। যেমনভাবে জুলাই আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা বিজয় এনেছিল, তেমনি এ আয়োজনও ঐক্যের শক্তি ও উদাহরণ।
মাওলানা সাইফ সিরাজ বলেন, আলেমগণের ঐক্যবদ্ধ সামাজিক কার্যক্রম একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথচলাই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। একজন আলেমকে যথার্থ অর্থে আলেম হওয়া জরুরি ইলম, আমল ও আখলাকে পরিপূর্ণ হলে তিনিই সমাজের মানুষের রাহবার হয়ে উঠতে পারেন।
তিনি আরও বলেন, সমাজের সঙ্গে মিশে সমাজকে বদলাতে হবে, তবে সমাজের নেতিবাচকতায় নিজের আদর্শ বিসর্জন দিয়ে সমাজের মতো হয়ে যাওয়া যাবে না। ইসলাম প্রতিষ্ঠায় আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং মৌলিক আদর্শ হৃদয়ে ধারণ করে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছাতে হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন দারুর রাশাদ মিরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবু সাঈদ, মাওলানা দিদারুল ইসলাম, মুফতি আল-আমিন, মুফতি নোমান প্রমুখ।
অনুষ্ঠানে কেবল স্থানীয় নয়, বরং আশপাশের বিভিন্ন অঞ্চল থেকেও শতাধিক আলেম ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। আলেমদের সম্মাননা সনদ ও উপহার প্রদান এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
জেবি