বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

যাত্রাবিরতির দাবিতে রাজশাহীতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৮:৪০ এএম

শেয়ার করুন:

স্টপেজের দাবিতে রাজশাহীতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ

রাজশাহীর চারঘাটে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) চালুর দাবিতে অবরোধ করেছে স্থানীয়রা।

বুধবার (১১ জুন) সকালে এ দাবিতে উপজেলার নন্দনগাছী রেলস্টেশনের কাছে রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে দেন স্থানীয়রা।


বিজ্ঞাপন


রাজশাহী রেলস্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ‘চারঘাটের সর্বস্তরের জনগণের ব্যানারে সকাল সাড়ে ৬টার দিকে অবরোধ কর্মসূচি শুরু করেন স্থানীয়রা। এ সময় রেললাইনের ওপর অবস্থান করেন। এ সময়  সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন আসলে তারা লাল কাপড় দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনের স্টপেজের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

রাজশাহী থেকে চলাচলকারী ৪ ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়েছেন চারঘাট উপজেলা বাসিন্দারা। ট্রেনগুলো হলো- ৭৫৩/৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস (ঢাকা রুট), ৭৩১/৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস (চিলাহাটি রুট), ৭৬১/৭৬২ সাগরদাঁড়ি এক্সপ্রেস (খুলনা রুট) ও ৭৭৯/৭৮০ ঢালারচর এক্সপ্রেস (পাবনা রুট)। এছােড়া স্টেশন সংস্কারেরও দাবি জানিয়েছেন তারা। 

এ বিষয়ে রাজশাহী রেলস্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। আশা করি, সমাধান হবে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর