সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখর বিজয়পুরের সাদামাটির পাহাড়

সাইফুল আরিফ জুয়েল, নেত্রকোনা
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখর বিজয়পুরের সাদামাটির পাহাড়

ঈদ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বিজয়পুরের সাদামাটির পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দ্বিতীয় দিন থেকেই ভ্রমণপিপাসুদের আগমন বাড়তে শুরু করে, যা ঈদের চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে ঈদের আনন্দ উপভোগে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সীমান্তবর্তী অঞ্চল হয়ে উঠেছে দর্শনার্থীদের অন্যতম গন্তব্য।

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত বিজয়পুরের সাদামাটির পাহাড় তার সাদা, গোলাপি ও বাদামি রঙের মিশ্র ভূপ্রকৃতি, টিলা ও নীল পানির লেক দিয়ে নিয়মিতভাবেই আকৃষ্ট করে ভ্রমণপ্রেমীদের। গত ১৫ দিনের টানা বৃষ্টিপাত পাহাড়ের সৌন্দর্যে এনে দিয়েছে বাড়তি মোহনীয়তা। ঈদের ১০ দিনের ছুটিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে উৎসবমুখর পরিবেশ।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা গেছে, দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে আগত হাজারো পর্যটক পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে ছুটে এসেছেন এই মনোরম স্থানটি উপভোগ করতে। কেউ পাহাড়ের গায়ে দাঁড়িয়ে তুলছেন সেলফি, কেউবা নীল জলে পা ডুবিয়ে নিচ্ছেন প্রাকৃতিক শীতলতার স্বাদ।

ঢাকা থেকে আসা পর্যটক সজীব বলেন, ‘ঈদের ছুটিতে আমরা বন্ধুরা মিলে বিজয়পুরে এসেছি। সাদামাটির পাহাড় ও নীল পানির সৌন্দর্যে আমরা মুগ্ধ। সুযোগ হলে আবারও আসব।’

সিলেটের হবিগঞ্জ থেকে আসা পর্যটক শোভন বলেন, ‘সাদা মাটির পাহাড়ে বিভিন্ন রঙের মিশ্রণ পাহাড়টিকে দূর থেকে করে তোলে অপরূপ। পাহাড়, নীল পানি আর সবুজ প্রকৃতির এই মিতালি চোখে দেখার মতো। ঈদের আনন্দ ভাগ করে নিতে এখানে এসেছি।’

একজন শিক্ষক, স্মৃতি ঘোষ বলেন, ‘বিদ্যালয় ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। এখানকার পরিবেশ অসাধারণ। আশা করি, যারা এখানে আসবেন, তারা দারুণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরে যাবেন।’


বিজ্ঞাপন


সাদা মাটির পাহাড় ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের দোকানপাট। পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে স্থানীয় বাজার। এতে লাভবান হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও ফটোগ্রাফাররা।

স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহিম মিয়া বলেন, ‘সারা বছর কিছু পর্যটক থাকলেও ঈদের সময় এখানে ভিড় সবচেয়ে বেশি হয়। বেচাকেনা ভালো হচ্ছে, এতে আমরা খুশি।’

ফটোগ্রাফার রিয়াদ জানান, ‘ঈদের সময় সবচেয়ে বেশি পর্যটক আসে। ছবি তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছি। আয়ও ভালো হচ্ছে।’

পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতাও চোখে পড়ার মতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, ‘দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গাপুরে পর্যটকরা আসেন। ঈদের সময় এই সংখ্যা আরও বেড়ে যায়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ টহল ও গ্রাম পুলিশ মোতায়েন রয়েছে।’

shada-p

প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশের এক অনন্য মেলবন্ধন বিজয়পুরের সাদামাটির পাহাড়। এই ঈদে এটি হয়ে উঠেছে আনন্দ-বিনোদনের অন্যতম গন্তব্য।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর