খাগড়াছড়িতে বলী সংগঠনের উদ্যোগে ঐতিহ্যবাহী বলী খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টায় মর্মসিংহ ত্রিপুরার সভাপতিত্বে বলী খেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চল থেকে পুরুষ ২৪ ও ১৪ জন নারী বলীসহ মোট ৩৮ জন বলী খেলায় অংশগ্রহণ করেন।
পুরুষদের মধ্যে কুমিল্লার বাঘা মো. শরীফ চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় হন মো. রাশেদ মাল। নারীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন খাগড়াছড়ি সদরের পাহাড়ি মেয়ে মাশিনুর মারমা।
খেলা শেষে সন্ধ্যা ৭টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ২০৩ পদাতিক বিগ্রেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বিজয়ীদের মাঝে মেডেল, ট্রফি ও নগদ অর্থ হাতে তুলে দেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, শান্তি ও সম্প্রীতির সঙ্গে মিলেমিশে এখানে আমরা বসবাস করব। আমরা খাগড়াছড়ির স্থানীয়দের সঙ্গে এক হয়ে সামনে আরও অনুষ্ঠান আয়োজন করব।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন - খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।
প্রতিনিধি/ এমইউ