সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের বিরামপুরে লিচুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আব্দুল হামিদ বগুড়া জেলার শাহজাদপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামের রাসেল মন্ডলের ছেলে। আহত ব্যক্তি একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে মুমিন (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আসাদ পরিবহন বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী লিচুরবোঝাই ট্রাকের সঙ্গে এই সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও সহকারী চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় আব্দুল হামিদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর