সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

সরিষাবাড়ীতে পার্কের ওয়াচ-টাওয়ার থেকে লাফ দিয়ে দর্শনার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

সরিষাবাড়ীতে পার্কের ওয়াচ-টাওয়ার থেকে লাফ দিয়ে দর্শনার্থীর মৃত্যু
ইমতিয়াজ আকুল মিয়া

জামালপুরের সরিষাবাড়ীতে পার্কের ওয়াচ-টাওয়ার থেকে পানিতে লাফ দিয়ে ইমতিয়াজ আকুল মিয়া (২৫) নামের এক দর্শনার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল পার্কে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত আকুল মিয়া পৌরসভার সাতপোয়া গ্রামের সামছুল হকের ছেলে এবং তিনি পৌর ছাত্রদলের একজন নেতা ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আকুল মিয়া কয়েকজন বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে যান। একপর্যায়ে বন্ধুদের অগোচরে তিনি পার্কের ওয়াচ-টাওয়ার থেকে পানিতে লাফ দেন। পরে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে টাওয়ার সংলগ্ন জমে থাকা পানিতে খোঁজ শুরু করে। এ সময় পানির নিচে ডুবে থাকা অবস্থায় আকুলকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্কের মালিক রহুল আমিন সেলিম বলেন, “পার্কে দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। কিন্তু নিয়ম ভেঙে এভাবে পানিতে লাফ দেওয়া অনুচিত। নিহতের বড় ভাই আমার পার্কেই কর্মরত। তবে ঘটনার সময় আমি পার্কে উপস্থিত ছিলাম না। খবর পেয়ে রওনা দিয়েছি।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে কেউ আমাদের জানায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর