সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

গোয়াইনঘাটে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের হাতাহাতি

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

গোয়াইনঘাটে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের হাতাহাতি

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ জুন) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।


বিজ্ঞাপন


সোমবার বিকেলে জাফলং বিজিবি ক্যাম্প–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, জাফলং বিজিবি ক্যাম্প–সংলগ্ন একটি স্থানে পর্যটকদের পরিবহনে ব্যবহৃত একটি বাসের পাশে জটলা। সেখানে কথাবার্তা হচ্ছিল। তবে কী নিয়ে কথা বলছিলেন, সেটি শোনা যায়নি। একপর্যায়ে তাদের মধ্যে চিৎকার ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

একাধিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে স্থানীয় কয়েক যুবকের কথা–কাটাকাটি হয়। এ সময় তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় পর্যটকদের ধাওয়া দেন কয়েক যুবক। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে দেন।

এ সম্পর্কে সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে পর্যটকদের সঙ্গে ভুল–বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সঙ্গে সঙ্গেই সমাধান হয়ে গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকের ভুল ধারণা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর