ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো দিন অনুষ্ঠিত হতে পারে বলে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ প্রেক্ষিতে মত দিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ও দফতর সম্পাদক শাকিল উজ্জামান।
তিনি বলেন, সরকার যে সময়ের কথা বলছেন, সেটি প্রাকৃতিক দুর্যোগ, প্রচণ্ড গরম ও পাবলিক পরীক্ষার মৌসুম। এ সময় জাতীয় নির্বাচনের জন্য কোনো উপযুক্ত পরিবেশ নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়াই যথাযথ হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ জুন) বিকেল ৫টায় টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় গণঅধিকার পরিষদের ২১ দফা ঘোষণাপত্রের লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
শাকিল উজ্জামান আরও বলেন, “কোটা সংস্কার আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন গণঅধিকার পরিষদের ভিপি নুর। সেই সময় আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলায় বিরোধী দলের নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতন ও জেল-জুলুমের শিকার হন। আজ সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শেখ হাসিনা পালালেও তার দোসররা এখনো দেশে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত। খুনি হাসিনার দ্রুত বিচার কার্যকর করার দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “স্বৈরাচার পতনের পর কয়েক মাস কেটে গেলেও দেশে ‘মব’ (চাঁদাবাজি, দখলবাজি) থামেনি। সিএনজি, বাস ও ট্রাকস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি বেড়েই চলেছে। এসব রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো প্রয়োজন। ভূঞাপুরে ইতোমধ্যে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে—আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বর্ষা মৌসুম আসছে, তাই ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাই।”
এ সময় উপস্থিত ছিলেন—টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুণ, দফতর সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক সাগর, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ সোহেল রানা, গোবিন্দাসী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক মান্নান প্রমুখ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি