শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

স্ত্রীকে নিয়ে হজ পালন করতে গিয়ে স্বামীর মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

স্ত্রীকে নিয়ে হজ পালন করতে গিয়ে স্বামীর মৃত্যু
এটিএম খায়রুল বাশার মন্ডল জয়নাল

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক এটিএম খায়রুল বাশার মন্ডল জয়নাল (৭০) তার স্ত্রী খায়রুন আক্তারকে (৬৫) নিয়ে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যান। সেখানে অসুস্থ হয়ে মক্কার কিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মঙ্গলবার (১০ জুন) এ বিষয়টি নিশ্চিত করেছেন মৃত খায়রুল বাশার মন্ডল জয়নালের ভাতিজা রবিউল ইসলাম।


বিজ্ঞাপন


এর আগে সোমবার (৯ জুন) সকাল সোয়া ৯টার দিকে মক্কার কিং হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন খায়রুল বাশার মন্ডল।

তার বাড়ি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের দূর্গাপুর (উত্তরপাড়া) গ্রামে। এ গ্রামের মৃত জোব্বার মন্ডলের ছেলে তিনি। খায়রুল বাশার স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।

স্বজনরা জানায়, গত ২২ মে খায়রুল বাশার মন্ডল জয়নাল তার স্ত্রী খায়রুন আক্তারকে নিয়ে সৌদি আরবে হজ পালন করতে যান। এরপর খায়রুল বাশার মদিনায় গিয়ে হাঁটুতে আঘাতপ্রাপ্ত হন। তখন থেকে হুইল চেয়ারে তাকে হজ পালন করান মোয়াল্লেম রানু খন্দকার। পরে হঠাৎ করে স্ত্রীর কাছ থেকে মিনায় গিয়ে নিখোঁজ হন তিনি। বিভিন্নভাবে খোঁজাখুঁজির একপর্যায়ে মক্কার কিং হাসপাতালে তাকে চিকিৎসাধীন দেখা যায়। এরই মধ্যে সোমবার (৯ জুন) সকালে এ হাসপাতালে মারা যান তিনি।

এলাকাবাসী জানায়, খায়রুল বাশার মন্ডল জয়নাল অত্যন্ত নম্র-ভদ্র মানুষ ছিলেন। তার দ্বারা কেউ কষ্ট পাবে - এ ধরনের কোনো কাজ করেনি তিনি। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে। 


বিজ্ঞাপন


এ বিষয়ে খায়রুল বাশার মন্ডল জয়নালের ভাতিজা রবিউল ইসলাম বলেন, আমাদের পরিবারের সম্মতিতে সৌদির পবিত্র হজ এলাকায় সোমবার (৯ জুন) রাতে তাকে দাফন করা হয়েছে। সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। আমিন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর