সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা লেগেছে গ্রামেও

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা লেগেছে গ্রামেও

বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে উন্মাদনায় ভাসছে গোটা দেশ। শুধু শহরেই নয়, সেই উত্তেজনার আঁচ পৌঁছেছে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও।

নীলফামারী জেলার বিভিন্ন স্থানে দোকানের সামনে ও বাজারের মাঠে টানানো হয়েছে বড় পর্দা। বিকেল থেকেই প্রস্তুত করা হয় এসব পর্দা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুরু হয় খেলা নিয়ে আলোচনা ও উত্তেজনার ঝড়। বিভিন্ন গ্রামের তরুণ-তরুণীরা জাতীয় পতাকা হাতে খেলা দেখতে এসেছেন। কেউ কেউ নিজ হাতে এঁকেছেন লাল-সবুজের পতাকা, কেউবা তৈরি করেছেন প্ল্যাকার্ড।


বিজ্ঞাপন


নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ গ্রামের বাসিন্দা শাওন সরকার বলেন, ‘আমরা মাঠে যেতে পারি না, কিন্তু এই খেলা আমাদের গর্বের। বাংলাদেশ যেন জেতে, এই দোয়াই করি।’

গ্রামের বাজারে থাকা একটি পুরোনো চায়ের দোকান যেন রূপ নিয়েছে অস্থায়ী ফ্যান জোনে। ৬০ বছরের প্রবীণ মোবারক হোসেনও যোগ দিয়েছেন সেই আড্ডায়। তিনি বলেন, ‘আমরা আগে শুধু রেডিওতে খেলা শুনতাম, এখন তো চোখের সামনেই দেখি। জয় হোক বাংলাদেশের!’

নারী-পুরুষ, ছোট-বড় সবাই মিলে একসাথে খেলা দেখার এমন আয়োজন যেন পরিণত হয়েছে এক অনন্য গ্রামীণ উৎসবে।

বাংলাদেশ ফুটবল দলের এই ম্যাচ শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি হয়ে উঠেছে আবেগ, ঐক্য ও জাতীয় চেতনার প্রতীক। আর সেই চেতনার ঢেউ পৌঁছে গেছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর