সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

গাজীপুরে আলাদা স্থান থেকে নারীসহ দু’জনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে আলাদা স্থান থেকে নারীসহ দু’জনের মরদেহ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের আলাদা দু’টি স্থান থেকে নারীসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

ঈদের পরের দিন রোববার রাতে বাসন থানার ইটাহাটা কলাবাগান এলাকার একটি বাড়ি থেকে মরিয়ম আক্তার খুশি এবং মঙ্গলবার সকালে সদর থানার ভুরুলিয়া রেলব্রিজ থেকে ঝুলন্ত অবস্থায় সেলিম শিকদার পাপন নামে এক গার্মেন্ট শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


নিহত মরিয়ম আক্তার খুশি কিশোরগঞ্জের কটিয়াদির মো. হানিফ মিয়ার মেয়ে এবং ইটাহাটা এলাকার আমিনুল ইসলামের স্ত্রী। পাপন গাজীপুরের কালিয়াকৈরের আশারিয়া গ্রামের আবু হানিফ শিকদারের ছেলে। তিনি কালিয়াকৈরের সফিপুর পল্লী বিদ্যুৎ এলাকায় ইকোটেক গার্মেন্টসে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওষুধের দোকানের কর্মচারী আমিনুলের প্রথম স্ত্রী চার বছর আগে বিষপানে আত্মহত্যা করেন। ৭/৮ মাস আগে মরিয়ম আক্তার খুশিকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। নিজের চেয়ে স্বামীর বয়স দ্বিগুণ বেশি হওয়ায় তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। রোববার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ আমিনুলের বাড়িতে গিয়ে খুশির লাশ উদ্ধার করে।

বাসন থানার এসআই মোহাম্মদ আলী জানান, নিহতের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় খুশির মা রেনু বেগম বাদী হয়ে আমিনুল ও তার মাসহ পরিবারের ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

অপরদিকে  জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম আলী জানান, সেলিম শিকদার পাপন কয়েক মাস আগে খালাতো বোনকে বিয়ে করেন। এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ায় স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তুলে আনা হয়নি। ঈদের পরের দিন রোববার শ্বশুরবাড়ি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার নতুনচর গ্রামে বেড়াতে যান পাপন। পরের দিন সোমবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে স্থানীয় বাজারে যাচ্ছেন বলে বের হন। এরপর আর ফিরে আসেননি তিনি। মঙ্গলবার ভুরুলিয়া রেলব্রিজে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। বিষয়টি রহস্যজনক।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর