সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের শীর্ষ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৬:৫১ পিএম

শেয়ার করুন:

Arrest
গ্রেফতারকৃত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজম। ছবি- সংগৃহীত

ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

রাজধানীর যাত্রাবাড়ী থানায় ও গোপালগঞ্জে গ্রেফতারকৃত শাহাবুদ্দিন আজমের নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, শাহাবুদ্দিন আজমকে গ্রেফতারের সময় সঙ্গে তার স্ত্রীও ছিলেন। তবে স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন চৌধুরী বলেন, ‘ভারতে যাওয়ার জন্য শাহাবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশন ভবনে এলে পুলিশের সন্দেহ হয়। পরে তদন্ত করে দেখা যায়, গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এরপর তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।’

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক পবিত্র বিশ্বাস বলেন, ‘যে থানায় শাহাবুদ্দিন আজমের বিরুদ্ধে মামলা আছে, সেই থানাতেই তাকে সোপর্দ করা হয়েছে। তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করার ক্ষেত্রে কেউ জড়িত আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।’

এর আগে গত ৫ জুন একই সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে গ্রেফতার করে পুলিশ।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর