কুমিল্লায় ব্যবসায়ী মওদুদ আবদুল্লাহ শুভ্রকে আবারও হত্যার হুমকি প্রদান করেছে সন্ত্রাসীরা।
পুরাতন চৌধুরী পাড়ায় তার বাসার সামনে সোমবার (৯ জুন) রাতে সন্ত্রাসীরা তিনটি মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে তাকে হুমকি দিয়ে যায়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ জুন) সকালে ভুক্তভোগী ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র সাংবাদিকদের জানান, আমাকে গতকাল সোমবার সন্ত্রাসীরা ১০ লাখ টাকা চাঁদার দাবি করে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন এসে হত্যার হুমকি দিয়ে যায়। এজন্য আমি গতকাল সোমবার কোতোয়ালি মডেল থানায় জিডি করি।
জিডির তথ্য সূত্রে জানা যায়, স্যার গ্রুপের বাবু, ইকবাল এবং ওই গ্রুপের সন্ত্রাসীরা মওদুদ আবদুল্লাহ শুভ্রের করা পৃথক দু’টি বিষয়ে মামলাগুলো তুলে নেওয়ার জন্য এবং ১০ লাখ চাঁদা দেওয়ার জন্য হত্যার হুমকি দিয়ে যায়।
সাংবাদিকদেরকে ওই ব্যবসায়ী বলেন, আমার বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। তার মাধ্যমে মাঝে-মধ্যে কিছু কাজ করি। গত আওয়ামী ফ্যাসীবাদী সরকারের আমলে গত বছরের ৪ আগস্ট কুমিল্লা শহরের টিক্কাচর ব্রিজের কাছে ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী আমার সিএনজি আটক করে এবং আমাকে মেরে ফেলার জন্য ছুরিকাঘাত করে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে গত বছরের ১৯ আগস্ট দ্রুত বিচার আইনে অজ্ঞাতনামা তিন পুরুষ ও একজন নারীকে আসামি করে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরসহ মামলা দায়ের করি। যা কুমিল্লা জেলা পিবিআইয়ের কাছে তদন্তনাধীন রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিলের পর্যায়ে রয়েছে।
এছাড়া কোতোয়ালি মডেল থানায় চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের কারণে মামলা দায়ের করি। এরই সঙ্গে আমাকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়ায় দ্রুত বিচার আদালতে মামলা করি। এছাড়া ভিন্ন বিষয়ে কোতোয়ালি মডেল থানায় আরেকটি মামলা করি।
বিজ্ঞাপন
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ এই মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে। কিন্তু এজহারনামীয় আসামিরা দ্রুত অবস্থান পাল্টানোর কারণে তাদেরকে গ্রেফতার করতে সমস্যা হচ্ছে।
প্রতিনিধি/ এমইউ