মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

ঘাঘট নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি,  রংপুর
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

ঘাঘট নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার অভিযান

রংপুরের ঘাঘট নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আবিদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের দুই ঘণ্টার উদ্ধার অভিযানে তার মরদেহ পাওয়া গেছে। 

মঙ্গলবার (১০ জুন) দুপুর ১টায় নগরীর নিশবেতগঞ্জ সেনা প্রয়াস পার্কের ঘাঘট নদীতে তিন বন্ধু মিলে গোসল করতে নেমে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম দুই ঘণ্টা তৎপরতা চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। নিহত আবিদ রংপুর নগরীর খলিপাড়া এলাকার মামুনের ছেলে। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক জানান, ঘাঘট নদীতে তিন বন্ধু গোসল করতে নামলে একজন পানিতে ডুব দিয়ে না উঠলে অন্য বন্ধুরা খোঁজাখুজি করে। পরে অনেক খোঁজাখুজি করে না পেয়ে বন্ধুরা ৯৯৯-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে জানায়। জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফোন পেয়ে সেখানে একটি টিম পাঠাই। পরে আমরা দুই ঘণ্টা তৎপরতা চালিয়ে আবিদ নামের ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হই।

এ বিষয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আতাউর রহমান বলেন, আমরা খবর পাওয়া মাত্র আমাদের টহল টিমকে পাঠিয়ে দেই। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের মাধ্যমে আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর