গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে একটি চক্র প্রতারণার চেষ্টা করছে মর্মে অভিযোগ উঠেছে। চক্রটি বিভিন্ন ইউপি সদস্যদের ফোন দিয়ে নানান ধরনের তথ্য চেয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (১০ জুন) সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি সতর্কবার্তা পোস্ট দিয়েছেন।
বিজ্ঞাপন
এতে উল্লেখ করা হয় যে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার পরিচয় ব্যবহার করে একটি 'প্রতারক চক্র' বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারদের ফোন করে বিভিন্ন তথ্য চাচ্ছে। গতকাল সোমবার খোর্দকোমরপুর ইউনিয়ন পরিষদের একজন মেম্বারকে ফোন করেছিল। আজ বনগ্রাম ইউনিয়ন পরিষদের একজন মেম্বারকে ইউএনও-এর পরিচয়ে ফোন করে বিভিন্ন তথ্য চেয়েছে। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের উপজেলা নির্বাহী অফিসার, সাদুল্লাপুর এ ধরনের নীতি বিবর্জিত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, প্রতারণার চেষ্টার ঘটনাটি ইতিমধ্যে অবগত হয়েছি। আমার নির্ধারিত অফিসিয়াল ফোন একটি, এটা ব্যতীত অন্য কোনো নম্বর ব্যবহার করা হয় না। এ ধরনের প্রতারক চক্রের ফোন পেলে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করছি।
প্রতিনিধি/ এমইউ