সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

রাজশাহীতে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৯:৫০ এএম

শেয়ার করুন:

রাজশাহীতে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই গ্রেফতার

রাজশাহীর বাঘায় ছোটভাইকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তার সৎ বড়ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৯ জুন) দিনগত রাত সোয়া ১২টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সংস্থাটি তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (১০ জুন) সকালে র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তির নাম কামাল হোসেন (৫০)। তিনি বাঘা উপজেলার আরিফপুর এলাকার মৃত নূর মোহাম্মদ ওরফে দুখু মন্ডলের ছেলে। নিহতের নাম ছাদেক আলী (৪৫)। তারা সম্পর্কে আপন সৎ ভাই।

র‌্যাব জানায়, পারিবারিক বিভিন্ন বিষয়ে কামাল ও ছাদেকের সম্পর্কের টানাপড়েন ছিল। ছাদেক পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন। গত ১৩ মে বেলা ৩টার সময় নিহত ছাদেক ব্যবসার কাজে চন্ডীপুর বাজারের উদ্দেশ্যে বের হন। পরে তার বাড়িতে আসতে দেরি হলে তিনি কামালের বাসায় আছেন বলে মোবাইলে তার স্ত্রীকে জানান। পরদিন ১৪ মে দুপুর দেড়টার দিকে বাঘার বাজুবাঘা ইউনিয়নের একটি আম বাগানে ছাদেকের লাশ পাওয়া যায়।

র‌্যাব আরও জানিয়েছে, ১৩ মে রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে কোনো এক সময় কামাল পারিবারিক বিরোধের জের ধরে ছাদেককে পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত ও জখম করে হত্যা করে। এরপর লাশ সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। চাঞ্চল্যকর ওই হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, ওই ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সোমবার তার অবস্থান জানতে পেরে অভিযান চালানো হয়। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর