লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে ঈদের দিনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যাওয়া ঘাতক স্বামী হাসিবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে লালমনিরহাট বিজিবি ক্যান্টিন মোড়ে সেনাবাহিনীর অস্থায়ী চেকপোস্ট থেকে হাসিবুলকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিনে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে হাসিবুল তার স্ত্রী এ্যামি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত এ্যামি বেগম ওই এলাকার ইসরাক হোসেনের মেয়ে।
আরও পড়ুন
পাটগ্রামে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর আসামি সীমান্তবর্তী এলাকা দিয়ে পালানোর আশঙ্কা ছিল। তাই তাৎক্ষণিকভাবে বিজিবি ও সেনা ক্যাম্পগুলোকে সতর্ক করা হয় এবং চেকপোস্ট বসানো হয়। সেনাসদস্যরা বিজিবি ক্যান্টিন মোড়ের চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে হাসিবুলকে আটক করলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে।
তিনি বলেন, এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত তৎপরতায় দ্রুততম সময়ে হত্যাকারীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে