বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরীন খান বলেছেন, এ দেশের রাজনৈতিক ইতিহাস সাক্ষ্য দেয়—তিন মাসের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। ৯০-এর গণআন্দোলনের সময় মাত্র তিন মাসেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। অতীতেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একইভাবে নির্বাচন হয়েছে এবং তা দেশের জনগণ সাদরে গ্রহণ করেছে।
সোমবার (৯ জুন) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
হেলেন জেরীন খান বলেন, দেশের জনগণের প্রত্যাশা ছিল যে, গত ১০ মাসে বড় ধরনের কিছু সংস্কার হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো সংস্কারের আলোর মুখ কেউ দেখেনি। সরকার সময়ক্ষেপণ করেছে শুধুই অপ্রয়োজনীয় কথাবার্তা এবং সিদ্ধান্ত নিয়ে। জনগণের সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় বিএনপি ও সাধারণ মানুষ উভয়েই ব্যথিত।
জাতীয় নির্বাচনের সময় নিয়েও তিনি মন্তব্য করে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আগামী এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছেন, যা অত্যন্ত অযৌক্তিক সময়। এপ্রিল মাস মূলত প্রাকৃতিক দুর্যোগের—ঝড়, বৃষ্টি, বন্যা ও এসএসসি পরীক্ষার সময়। তিনি বলেন, ডিসেম্বর ও জানুয়ারি জাতীয় নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়, যখন দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি বিএনপির নেতা সাইফুল ইসলাম সরদার মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি সায়েম বেপারী, দুধখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদ মোল্লা প্রমুখ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি