বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

পঞ্চগড়ে নদী ও ডোবার পানিতে ডুবে দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ১০:৩৫ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে নদী ও ডোবার পানিতে ডুবে দুইজনের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় নদীতে গোসল করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী তাওসিফ আল মাহমুদ (১৬) এবং ডোবার পানিতে পড়ে মিনহাজ ইসলাম (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুরে সদর ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামে ও পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।


বিজ্ঞাপন


তাওসিফ আল মাহমুদ ঢাকার মোহাম্মদপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। সে মোহাম্মদপুরের ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মিনহাজ ইসলাম পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার মাসুম ইসলামের ছেলে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান জানান, সদর ইউনিয়নের সাড়ে চার মাইল এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম ঈদুল আজহার দিন রাতে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে তার মরদেহ নিয়ে তাওসিফসহ পরিবারের সদস্যরা পঞ্চগড়ে আসেন। রোববার দুপুরে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এরপর সোমবার দুপুরে তাওসিফ তার নানা বাড়ি থেকে কিছু দূরে সন্ন্যাসীপাড়া এলাকায় তালমা নদীতে বড় ভাই ও আত্মীয়স্বজনদের সঙ্গে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীতে বালি ও পাথর উত্তোলনের কারণে সৃষ্টি হওয়া একটি গভীর গর্তে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, তুলারডাঙ্গা এলাকায় নিজ বাড়ির উঠানে খেলতে থাকা মিনহাজকে রেখে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন তার মা মালেকা বেগম। খেলার একপর্যায়ে মিনহাজ বাড়ির বাইরে চলে যায়। পরে বাড়ির পাশের ডোবার ধারে হাঁটার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


পানিতে ডুবে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, নিহতদের মরদেহের সুরতহাল শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর