বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

শিবচরে ঈদের তৃতীয় দিনে ১৮০০ অসহায় মানুষকে খাবার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০৯:৫৭ পিএম

শেয়ার করুন:

শিবচরে ঈদের তৃতীয় দিনে ১৮০০ অসহায় মানুষকে খাবার

মাদারীপুরের শিবচরে ঈদের তৃতীয় দিনে বিনামূল্যে একবেলার দুপুরের খাবার পেয়েছে উপজেলার ১ হাজার ৮০০ অসহায় মানুষ। 

সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন পয়েন্টে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়। বিনামূল্যে খাবার পেয়ে খুশি হয়েছেন উপকারভোগীরা।


বিজ্ঞাপন


জানা গেছে, প্রতিবছর ঈদের তৃতীয় দিনে এই আয়োজন করে থাকেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন–এর শিবচর শাখার সদস্যরা। শিবচরের বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় মানুষ খুঁজে বের করে তাদের হাতে বিরিয়ানি, খিচুড়ি, পোলাওসহ নানা রকমের সুস্বাদু খাবার তুলে দেওয়া হয়।

এবারের আয়োজনে সহযোগিতা করেছেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পরিচালক আবুল খায়ের খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এমএম আব্দুল হক, জামায়াতে ইসলামী শিবচর শাখার আমির সারোয়ার হোসেন এবং প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক নূরে ই আলম সিদ্দিকী রবিউল। খাবার বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন আইন সহায়তা ফাউন্ডেশনের শিবচর শাখার সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক বাবু।

ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক আবুল খায়ের খান বলেন, ‘বছরের দুটি ঈদেই অনেক অসহায় মানুষ ভালো খাবার খেতে পারে না। তাদের মুখে একবেলা সুস্বাদু ও মজাদার খাবার তুলে দিতে পেরে আমরা খুব আনন্দিত। সবার সহযোগিতায় এ কার্যক্রম মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যেতে চাই।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর