হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সোনাই নদীর রাবার ড্যামের পানিতে নেমে নিখোঁজ আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ জুন) সকালে উপজেলার রাজাপুরের আখালিয়া এলাকায় মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা যান। এসআই অঞ্জন তালুকদার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত জলিল জেলার মাধবপুর উপজেলার মাহমুদপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৮ জুন) দুপুরে বন্ধুদের সঙ্গে রাবার ড্যামে বেড়াতে গিয়ে পানিতে নেমে নিখোঁজ হন আব্দুল জলিল। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও জলিলের কোনো সন্ধান পায়নি।
সোমবার আবারও তল্লাশি করার কথা জানিয়েছিলেন ফায়ার স্টেশনের সাব অফিসার তোফাজ্জল হোসেন। তবে এর আগেই নদীর পশ্চিমে আখালিয়া নামক স্থানে তার মরদেহটি ভেসে ওঠে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ