শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার মদনে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (৮ জুন) দুপুরে মদন পৌরসভার প্রশিকা অফিসে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মেয়ের বাবা রাতেই মদন থানায় মামলা দায়ের করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ সোমবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


অভিযুক্ত বৃদ্ধের নাম দীনবন্ধু (৬০)। তিনি মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পৌরসভার বৈশ্যপাড়া প্রশিকা অফিসের কাছে চায়ের দোকান পরিচালনা করে আসছেন। 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৈশ্যপাড়া এলাকায় দীর্ঘ দিন আগে প্রশিকা নামের একটি এনজিও তাদের অফিস ঘর নির্মাণ করে। প্রায় ১০ বছর ধরে এর কার্যক্রম বন্ধ থাকায় ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে৷ প্রায় সময়েই ওখানে নানান ধরনের অপকর্ম হয়ে থাকে। তবে এক বছর ধরে প্রশিকা অফিসের কার্যক্রম শুরু হয়েছে। ওই প্রশিকা অফিসের সঙ্গেই একটি চায়ের দোকান পরিচালনা করে দীনবন্ধু। ওই এনজিও অফিসের সামনের পুকুরও লিজ নিয়েছেন তিনি। 

ভুক্তভোগী মেয়েটি প্রায় সময়েই প্রয়োজনে দীনবন্ধুর দোকানে আসা-যাওয়া করতো।  রোববার দোকানে এলে দীনবন্ধু দরকার আছে বলে প্রশিকা অফিসের ভেতরে নিয়ে যায়। পরে মেয়েটির মুখে কাপড় চেপে ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়েটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দীনবন্ধু পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে। 

ভুক্তভোগী মেয়েটির বাবা জানান, 'আমার ছোট মেয়েটিকে দীনবন্ধু ধর্ষণের চেষ্টা করছে। আমাদের মান-ইজ্জত সবই শেষ করে দিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। 


বিজ্ঞাপন


মদন প্রশিকা অফিসে দায়িত্বরত এলাকা ব্যবস্থাপক মাহবুব আলম জানান, ' দীনবন্ধু আমাদের অফিসে পুকুর লিজ নিয়েছে। সেই সুবাদে অফিসের ভেতরে যাওয়া-আসা করত। এখন সে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেছে। বিষয়টি খুবই দুঃখজনক।'

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, 'ভুক্তভোগী মেয়েটির বাবার অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ সোমবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর