সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার জয়

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার জয়

ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণে সময়োপযোগী পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধির ফলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হয়েছে জয়পুরহাট পৌরসভা।

চলতি বছরের ঈদুল আজহায়, শনিবার (৭ জুন) দুপুর ২টা থেকে শুরু হওয়া বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ হয়েছে সোমবার (৯ জুন) বিকেলে। তিন দিনব্যাপী এ কার্যক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে গঠন করা হয় ৯টি টিম। মোট ১০১ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন এই অভিযানে।


বিজ্ঞাপন


পৌরসভা সূত্রে জানা গেছে, কোরবানির বর্জ্য ডাম্প ট্রাকের মাধ্যমে সরিয়ে নেওয়ার পর সংশ্লিষ্ট স্থানগুলো পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটানো হয়, যাতে দুর্গন্ধ ও সংক্রমণের ঝুঁকি এড়ানো যায়। সাধারণ সময় শহর থেকে দৈনিক ৩০ টন বর্জ্য অপসারণ করা হলেও, কোরবানির সময় এই পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ৭০ টনে।

জয়পুরহাট পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর হেলাল উদ্দিন জানান, বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার প্রস্তুতির পাশাপাশি এবার সাধারণ মানুষের সহযোগিতা ছিল প্রশংসনীয়। সচেতনতার কারণেই পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত ও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

ঈদের আগে পৌরসভা কর্তৃপক্ষ শহরের ৯টি ওয়ার্ডে লিফলেট বিতরণ করে সাধারণ মানুষকে সচেতন করে তোলে। এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক মো. সবুর আলী বলেন, ‘শুধু পৌরসভার উদ্যোগে নয়, নাগরিকদের সচেতনতাও শহর পরিচ্ছন্ন রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে কাজ করলে জয়পুরহাটকে একটি স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন শহরে পরিণত করা সম্ভব।’

সচেতনতা, সহযোগিতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলে কোরবানির পর জয়পুরহাট শহরে বিরাজ করছে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত পরিবেশ। পৌরবাসী এতে স্বস্তি প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর