সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসলের জন্য ঘুরতে গিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোহাম্মদ ইয়াসিন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ গেছে নিহত ওই ব্যক্তির।


বিজ্ঞাপন


দুর্ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত বাসটিকে আটক করতে পারলেও পলাতক রয়েছে বাসের চালক-হেলপার।

নিহত মোহাম্মদ ইয়াসিন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারপাড়া বটতলা এলাকার বাসিন্দা।

দুর্ঘটনায় আহত ব্যক্তি ও পুলিশ জানিয়েছে, দুপুরে নিহতের বন্ধু ও আহত মোটরসাইকেল চালক ফয়সাল হোসেন (৩৩)-সহ আরও বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে ইয়াসিন মোটরসাইকেলে করে ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়েছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ইয়াসিন ও তার বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত বাসটিকে আটক করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো. শওকত হোসেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্ত বাসটি জব্দ করা হলেও পলাতক রয়েছে বাসের চালক ও হেলপার।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর