বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

প্রতিবন্ধী ২ মেয়েকে হত্যার পর বাবার বিষপান 

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

প্রতিবন্ধী ২ মেয়েকে হত্যার পর বাবার বিষপান 

কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই মেয়ে শিশুকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন।

সোমবার (৯ জুন) সকালে উপজেলার জগতপুর ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা ওই গ্রামের মুকবুল হোসেনের ছেলে মনু মিয়ার (৩২) দুই মেয়ে - মনিরা আক্তার (১০) ও আল ফাতেহা (৬)। 

আহত অবস্থায় মনু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নিহত শিশুদের দাদা মুকবুল হোসেন বলেন, আমার ছেলে বোবা, দুই নাতনিও বোবা। বোবা মেয়েদের কীভাবে বিয়ে দিবে এ নিয়ে ছেলে প্রায় সময়ই ইশারায় বলতো, আমি মরে যাবো। আবার এলাকায় অনেকেই তাকে মশকরা করতো যে  ‘তুই বোবা, তোর মেয়েরাও বোবা, তুই তাদের বিয়ে দিবি কীভাবে?’

এ অভিমানেই আজ (সোমবার) সকাল ৭টার দিকে ঘরের দরজা বন্ধ করে মনু মিয়া তার মেয়ে মনিরা ও ফাতেহাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। পরে তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।


বিজ্ঞাপন


তিতাস উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ আহমেদ খান বলেন, শিশুদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিশুদের বাবা মনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ জানান, বাকপ্রতিবন্ধী দুই মেয়েসহ বাবা মনু মিয়া কীটনাশক পান করেছে। এতে দুই মেয়ে মারা গেছেন। মনু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর