গোপালগঞ্জে জমি ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে চলা সংঘর্ষে তিন সহোদর একে-অপরকে কুপিয়ে গুরুতর আহত করেছেন। এ সময় তাদের ঠেকাতে গেলে নারীসহ আরও চারজনকে কুপিয়ে আহত করা হয়।
সোমবার (৯ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড়ের নীলামাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, কোরবানির ঈদ উপলক্ষ্যে পরিবার নিয়ে তিন ভাই আশরাফ হোসেন চৌধুরী টিটু, রিটো চৌধুরী ও মিতুল চৌধুরী ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।
আজ সোমবার দুপুরে জমি ভাগাভাগি নিয়ে তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে তিন ভাই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে কুপিয়ে আহত করে।
তিনি আরও জানান, তাদের ঠেকাতে গেলে আশরাফ হোসেন চৌধুরীর স্ত্রী তহমিনা খানম ও ছেলে জুন্নুন চৌধুরী এবং মিতুল চৌধুরীর স্ত্রী রিজিয়া চৌধুরী ও ছেলে জোবায়ের চৌধুরীকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
প্রতিনিধি/ এমইউ