শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই: ডা. শফিকুর রহমান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই। তিনি ইতিমধ্যে বলেছেন যে এপ্রিলের মধ্যখানে নির্বাচন দিবেন। তিনি যেন জাতিকে দেওয়া তার ওয়াদা রক্ষা করেন।

সোমবার (৯ জুন) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতের আয়োজনে বড়লেখা বাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখার তাগিদ দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা বলেছিলাম যে নির্বাচন রমজানের আগে হলে ভালো হয়। একান্ত কোনো কারণে নির্বাচন পেছালে সেটি অবশ্যই এপ্রিল মাস অতিক্রম করা উচিত নয়। এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে; সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, প্রবাসীদের রেমিট্যান্স-যোদ্ধা বলবেন, কিন্তু নাগরিকত্বের প্রথম অধিকার ভোট থেকে বঞ্চিত রাখা হবে; এটা মেনে নেওয়া হবে না।

জামায়াত আমির যুবকদের উদ্দেশ্য বলেন, আমি যুবকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তোমাদের নেতৃত্বের হাত ধরে বাংলাদেশে পরিবর্তন এসেছে। সাড়ে ১৫ বছর জালিমের জাঁতাকলে অতিষ্ঠ হয়েছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, কিন্তু ফ্যাসিবাদীদের আমরা বিদায় করতে পারিনি। দেশের যুবকরাই মূলত এ কাজে সফল হয়েছে। এখন আমরা একটা বিশৃঙ্খল বাংলাদেশ দেখতে চাই না, মানবিক বাংলাদেশ দেখে যেতে চাই। আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তোমরাই সবচেয়ে সাহসী ভূমিকা রাখবে।

বড়লেখা উপজেলা জামায়াতের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন - জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট নগর আমির ফখরুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর