গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়টি গুদাম ও মালামাল পুড়ে গেছে।
সোমবার (৯ জুন) দুপুর সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, সোমবার দুপুর সোয়া ১টার দিকে আমবাগ এলাকার একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয় ।
পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ছয়টি গুদাম ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/ এমইউ