বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

পটিয়ায় পুকুরে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

পটিয়ায় পুকুরে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয় একটি পুকুরে এ দুইজন মারা গেছেন।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তিরা হলেন—পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও তার ভাতিজা মোহাম্মদ আইরিয়ান (১৫), যিনি বাহার উদ্দিনের ছেলে।

আরও পড়ুন—

জানা গেছে, আইরিয়ানের পরিবার দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকেন। কোরবানির ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি এসেছিলেন। সোমবার দুপুরে চাচা ও ভাতিজা পুকুরে গোসল করতে যান। এ সময় চাচা নাছির ভাতিজাকে সাঁতার শেখানোর চেষ্টা করছিলেন। সাঁতার শেখানোর এক পর্যায়ে ভাতিজা হাত থেকে ছুটে যায়। তাকে খুঁজতে গিয়ে চাচাসহ পানিতে ডুবে মারা যান। বেশ কিছুক্ষণ পর পানিতে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল ফয়েজ জানান, দুপুরে গোসল করতে নেমে আপনার চাচা-ভাতিজা মারা গেছেন। পরে তাদের মরদেহ পুকুর থেকে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর