গাজীপুরের দ্বীপপুর এলাকায় রিকশাচালক, দিনমজুরসহ গরিব-দুঃখীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ঈদ উদযাপন।
সোমবার (৯ জুন) দুপুরে স্থানীয় সাজেদা পার্কের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
আয়োজনে শতাধিক গরিব, অসহায় ও দিনমজুরের মাঝে খাবার পরিবেশন করা হয় এবং নতুন পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্কের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক ও তাঁর পরিবারের সদস্যরা।
আয়োজকরা জানান, প্রতি বছর ঈদের তৃতীয় দিন পারিবারিক পরিবেশে এলাকার গরিব ও অসহায় মানুষদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়। আগে থেকেই আমন্ত্রণপত্র পাঠিয়ে তাদের দাওয়াত দেওয়া হয়। ঈদের আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করতেই এই আয়োজন।
এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
প্রতিনিধি/একেবি
বিজ্ঞাপন