শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

পর্যটকদের আনাগোনায় মুখর খাগড়াছড়ি

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

পর্যটকদের আনাগোনায় মুখর খাগড়াছড়ি

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে সারাদেশ থেকে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা পর্যটনকেন্দ্র ও পর্যটকদের অন্যতম তেরাংতৈকালাই (রিসাং) ঝরনা।

khagrachori_2 


বিজ্ঞাপন


চট্টগ্রাম থেকে আটজন বন্ধু মিলে তেরাংতৈকালাই (রিসাং) ঝরনা দেখতে এসেছেন। তারা জানান, সাজেক থেকে ফেরার পথে ঝরনাটি দেখতে এসেছি। ঠান্ডা পানি, আমরা গোসল করেছি। ঝরনা অনেক সুন্দর। 

খাগড়াছড়ি সড়ক পরিবহণ জিপ মালিক সমিতির কাউন্টার লাইনম্যান মো. আরিফ জানান, খাগড়াছড়ির বিভিন্ন পর্যটনকেন্দ্রে আজকে ৪০টি পিকআপ ও জিপ গাড়ি পর্যটক নিয়ে ঘুরেছে। 

khagrachori_4

আলুটিলা পর্যটনকেন্দ্রের টিকেট কাউন্টার ম্যানেজার লিটন বিকাশ ত্রিপুরা জানান, ঈদের প্রথম দিন ১২শ ৬০ জন ও গতকাল ১৬শ পর্যটক আলুটিলায় প্রবেশ করেছে আর আজও পর্যটক ভালো এসেছে।


বিজ্ঞাপন


khagrachori

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ঈদের ছুটিতে পর্যটনকেন্দ্রগুলোতে সার্বক্ষণিক টহল দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে সেই জন্য পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ পাশাপাশি জেলা পুলিশ কাজ করছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর