শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

শরীয়তপুরে কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে ছাত্রদলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

শরীয়তপুরে কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে ছাত্রদলের বিক্ষোভ

ঈদের খুশি যখন চারদিকে, তখন ব্যতিক্রম এক চিত্র শরীয়তপুরে। সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে ‘কাফনের কাপড়’ মাথায় বেঁধে রাস্তায় নামে সংগঠনটির একাংশ। বিক্ষোভে তারা দাবি করেন, এই কমিটি গঠনতন্ত্র লঙ্ঘন করে অছাত্র ও বিবাহিতদের দিয়ে গড়া যা ছাত্র রাজনীতির জন্য চরম অপমানজনক।

সোমবার (৯ জুন) দুপুরে ঢাকা-শরীয়তপুর সড়কে কাফনের কাপড় মাথায় বেঁধে সদ্য ঘোষিত শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মিছিল করেন একাংশের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


শরীয়তপুর সরকারি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদর্শনের পরে চৌরাস্তায় এসে শেষ হয়। এতে ছাত্রদলের হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে বক্তারা বলেন, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি অছাত্র এবং বিবাহিত লোকদের সমন্বয়ে গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক একজন শ্রমিক নেতা ও দুই সন্তানের জনক। যা গঠনতন্ত্র পরিপন্থি। দ্রুত কমিটি বাতিল করে নতুন করে কমিটির আহ্বান জানান তারা। নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ছাত্রদলের একাংশের নেতা এবং সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক খান বাহাদুর আফজাল নূর বলেন, গঠনতন্ত্র পরিপন্থি এই অবৈধ কমিটি আমরা মানি না। অতি দ্রুত যোগ্য লোকদের দিয়ে পুনরায় কমিটি করা হোক। যতক্ষণ কমিটি বাতিল করা না হবে আমরা কঠিন আন্দোলন দিতে বাধ্য হবো।

এদিকে ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে কয়েকদিনে সংঘর্ষ, সড়ক অবরোধ ও হামলা-পাল্টা হামলার ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। 


বিজ্ঞাপন


রুহুল আমিন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ, বিক্ষোভ, হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। এতে ঈদের সময় মানুষের ভোগান্তি হচ্ছে। বিক্ষোভকারীরা তাদের দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে পারেন। তাদের আন্দোলনের কারণে আমাদের সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর