সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

চাঁদপুরে কোরবানির পশু জবাই করতে গিয়ে হাত-পা কেটে আহত শতাধিক

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে কোরবানির পশু জবাই করতে গিয়ে হাত-পা কেটে আহত শতাধিক

চাঁদপুরে কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুত করতে গিয়েও আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। এর মধ্যে শুধু চাঁদপুর শহরেই আহত হয়েছেন শতাধিক। 

শনিবার (৭ জুন) সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আহতরা এসে চিকিৎসা নেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন অনেকে।


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে ও পাড়া মহল্লার অনেকেরে সাথে কথা বলে জানা গেছে, কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুত করতে গিয়ে অসাবধানতার জন্য কারো কারো আঙুলও কেটেছে। অনেকে কোরবানির পশুর লাথি ও গুঁতা খেয়ে হাত ও পায়ের হাড় ব্যথা পেয়ে কাতরাচ্ছেন।

শহরের বাসিন্দা মাহমুদুল, জুবায়ের, তারিক ও রানাসহ কয়েকজন আহত যুবক জানান, কোরবানি ঈদে সবাই একদিনের কসাই হিসেবে কাজ করে। এখানে সবাই অপেশাদার। অসাবধানতার কারণে অনেকে আহত হয়েছেন। বিশেষ করে ছোট ছুরি দিয়ে গরুর মাংস কাটতে গিয়ে হাতে ছুরি লেগে কেটে যায়। পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে তারা জানান।

শহরের পুরান বাজারের বাসিন্দা আশিকুর রহমান নাঈম, মাহমুদুল হাসান, আবছার উদ্দিন জানান, একইদিন সবাই কোরবানি দেয়। যে কারণে কোরবানির কাজে লোক পাওয়া যায় না। নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। যে কারণে হাত কাটা, শরীরের বিভিন্ন স্থানে অনেকেই আঘাত প্রাপ্ত হয়েছেন। বিশেষ করে গরুর হাড় কাটতে গিয়ে আহত হয়েছেন অনেকে। আবার কেউ ধারালো ছুরি ব্যবহার করতে গিয়ে হাত কেটেছেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান নোমান মিয়া বলেন, শুধু  ঈদের দিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শতাধিক রোগী এসেছে। এদের মধ্যে হাতে আঘাতপ্রাপ্ত রোগী সংখ্যা বেশি ছিল। তবে বিকেল থেকে রোগী সংখ্যা কমতে থাকে। যদিও আজ রোববার (৮ জুন) সকাল থেকে মারামারির রোগী আসতে শুরু করেছে। দুপুর ১২ টা পর্যন্ত অর্ধশত রোগী হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।


বিজ্ঞাপন


চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সমিষ্টা দে বলেন, ঈদের দিন সকাল থেকে চিকিৎসা নেয়া রোগীদের মধ্যে কেউ গরুর শিং, আবার কেউ বা ছুরি চালাতে গিয়ে আঙুল কেটেছেন। সব মিলিয়ে শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ৫-৭ জনকে ঢাকায় রেফার করা হয়েছে। এছাড়া ১০-১২ জন চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ার সংখ্যাই  বেশি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর