বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় নদের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ১১:৫০ এএম

শেয়ার করুন:

গাইবান্ধায় জলাশয়ে মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদের পানিতে জবেদ আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

সোমবার (৯ জুন) সকালে পুরান গোবিন্দগঞ্জের খলসি চাঁদপুর নামক স্থানের সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জবেদ আলী খলসি চাুদপুর গ্রামের মৃত চটকু শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৫টার দিকে জবেদ আলী বাঁধের উপর দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। এসময় মুখ ধোয়ার জন্য নীচু হলে পা পিছলে নদে পড়ে যান। এরপর নিখোঁজ হলে রংপুরে ডুবুরি দল এসে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে ৫ ঘণ্টা পর ডুবুরি দল জাবেদের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসীর অভিযোগ, সুইচগেট এলাকাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। অতীতে এখানেই একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে এই মৃত্যু নতুন করে স্থানীয়দের উদ্বেগ বাড়িয়েছে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম  বলেন, ওই স্থানে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা শুনেছি। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর