বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

কুমিল্লায় ঈদের ৩য় দিনেও অপসারণ হয়নি কোরবানির বর্জ্য

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০৯:১৪ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় ঈদের ৩য় দিনেও অপসারণ হয়নি কোরবানির বর্জ্য

কুমিল্লা সিটি কর্পোরেশন ১২ ঘণ্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিলেও বাস্তবে চিত্র ভিন্ন। নগরীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ করা হয়নি। দুর্গন্ধ ছড়িয়ে নষ্ট হচ্ছে পরিবেশ। কুমিল্লায় ঈদের তৃতীয়  দিনেও বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। তাছাড়া নগরীর বিভিন্ন এলাকায় বস্তার ভেতর রাস্তার পাশে এখনও কোরবানী পশুর বর্জ্য পরে থাকতে দেখা যায়। 

সোমবার (৯ জুন) সকাল সাড়ে ৮টায় সারেজমিনে গিয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য পড়ে থাকার দৃশ্য দেখা যায়। এতে করে দুর্গন্ধের অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা। কুমিল্লা নগরীর দারোগাবাড়ি এলাকায় ডাস্টবিন ভরে কোরবানি পশুর বর্জ্য রাস্তায় ছড়িয়ে পড়ে আছে।


বিজ্ঞাপন


comilla_1

এমন দৃশ্য দেখা গেছে কুমিল্লা সিটি কর্পোরেশন ১৫নং ওয়ার্ডের চকবাজার মৌলভীপাড়া, কাটাবিল মুন্সি বাড়ী, ৬নং ওয়ার্ডের গর্জনখোলাসহ বেশ কিছু এলাকায়। ওইসকল এলাকার রাস্তাঘাটের পাশে আবর্জনার স্তূপ ও কোরবানির বর্জ্য এখনো পড়ে রয়েছে। দুইদিন একই জায়গায় বর্জ্য পড়ে থাকা এবং পশু পাখির মাধ্যমে এই সব বর্জ ছড়িয়ে ছিটিয়ে পড়ে  সেগুলো থেকে বের হচ্ছে পচা দুর্গন্ধ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও পথচারীরা।

নগরীর  কাটাবিল মুন্সি বাড়ী এলাকার নাঈম ঢাকা মেইলকে বলেন, এইগুলো আবর্জনার স্তূপটি ঈদের দিনের কোরবানির বর্জ্য। ৩ দিন হয়ে গেলেও সিটি কর্পোরেশন থেকে কেউ আসেনি এইগুলো নেয়ার জন্য। দুর্গন্ধে রাস্তায় হাটাহাটি তো দূরের কথা বাড়িতেও থাকা যায় না। ঘরের বাচ্চারাও অসুস্থ হয়ে পড়ছে।

comilla_2


বিজ্ঞাপন


নগরীর প্রানকেন্দ্র দারোগা বাড়ি এলাকায় মাজার জিয়ারত করার জন্য নগরীর বিভিন্ন এলাকা থেকে অনেক লোকজন আসে নামাজ ও মাজার জিয়ারত করার জন্য। দুর্গন্ধের কারণে অতিষ্ট মুসল্লিরা।

একই এলাকার আশিকুর রহমান নেমান  বলেন, ঈদের দিনের কোরবানির বর্জ্য এখনো অপসারণ করা হয়নি। দুর্গন্ধে ঘরে থাকা দায় হয়ে গেছে। রাস্তায় বের হওয়া যাচ্ছে না। আজকে তিনদিন হয়েছে এই বর্জ্য। সিটি কর্পোরেশন এইগুলো অপসারণ করে নাই। আমরা এলাকাবাসী চরম বিপদে পড়ে আছি। 

কুমিল্লা সিটি কর্পোরেশন ১২ ঘণ্টার মধ্যে এই সব বর্জ্য অপসারণ করার কথা বললেও এখনো বর্জ্য পড়ে আছে এলাকায়। তারা বর্জ্য অপসারনের জন্য দুটি হট নাম্বার দিলে তাতে কল দিয়ে কোন সাড়া পাননি বলে কাটাবিল মুন্সি বাড়ীর নাঈম জানান। 

comilla_3

এবিষয়ে জানতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন ঢাকা মেইলকে বলেন, কোরবানির বর্জ্য অপসারণে আমাদের ৫২৪ জন কর্মী ৫২টি পরিবহন নিয়ে কাজ করছে। আমরা বলেছিলাম ১২ থেকে ১৫ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। আমরা কালকে সারাদিন সিটি কর্পোরেশন এলাকায় কাজ করেছে। আপনি যে এলাকার গুলোর কথা বলছেন হয়তো আজকের কোরবানির বর্জ্য। বর্জ্যগুলো কালকের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, কালকের হওয়ার কথা  তারপরও আমি এইগুলো অপসারণ করার জন্য বলছি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর