বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

রংপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত 

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৮ জুন ২০২৫, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

রংপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত 
তারিক মাহমুদ উৎস

রংপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিক মাহমুদ উৎস (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

রোববার ( ৮ জুন) বিকেল সাড়ে ৫টায় রংপুরের তারাগঞ্জের খিয়ার জুম্মা ভাটার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 


বিজ্ঞাপন


তারাগঞ্জের হাইওয়ে থানার ওসি মোস্তাফিজ রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত তারিক মাহমুদ উৎস ঢাকার একটি কলেজে ফিজিওথেরাপির শেষ বর্ষের শিক্ষার্থী। ওই নিহত শিক্ষার্থীর বাড়ি রংপুর নগরীর লালবাগ কারমাইকেল কলেজ সংলগ্ন বালাপাড়ায়। তিনি নুরুজ্জামান বকুলের ছেলে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে রংপুর থেকে সৈয়দপুর যাচ্ছিলেন তারিক মাহমুদ উৎস। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ওপর খিয়ার জুম্মা বাজার সংলগ্ন নেংটিছিড়া ব্রিজের সামনে বিপরীত দিক থেকে আসা লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তারিক মাহমুদ উৎস মারা যান। এছাড়া গুরুতর আহত হন অপর মোটরসাইকেল যাত্রী। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তারাগঞ্জের হাইওয়ে থানার ওসি মোস্তাফিজ রহমান বলেন, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিক মাহমুদ উৎস নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।  


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর