সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

নগরকান্দায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৮ জুন ২০২৫, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

নগরকান্দায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় ডোবার পানিতে ডুবে আফিয়া ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৮ জুন) দুপুরের দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দফা গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


মৃত আফিয়া ইসলাম ওই গ্রামের মো. আব্দুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফিয়া বাড়ির উঠানে খেলছিল। তার মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় পড়ে যায় আফিয়া। 

তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী উপজেলা মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান জানান, সবার অজান্তে বাড়ির পাশে ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশুটি মারা যায়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর