ময়মনসিংহের ভালুকায় সাবিনা (৪০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজারের একটি বাসায় ওই ঘটনা ঘটে।
রোববার (৮ জুন) বেলা ১১টার দিকে ভালুকা মডেল থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
বিজ্ঞাপন
ঈশ্বরগঞ্জ উচাখিলা গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী সাবিনা ত্রিশাল ফাতেমানগর বটতলা এলাকার স্বপন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজারে আল আমিন খান নয়নের টিনশেড বাসায় ভাড়ায় বসবাস করতেন ওই নারী। দীর্ঘ সময় তার মোবাইল বন্ধ থাকায় আত্মীয়-স্বজনরা তার খোঁজ করতে থাকেন। আজ রোববার সকালে তারা সাবিনার ভাড়া বাসায় এসে তার ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। তবে ওই সময় ঘর থেকে দুর্গন্ধ বেরুতে থাকলে তাদের সন্দেহ হয়।
পরে থানায় খবর দিলে পুলিশ তালাবদ্ধ ঘরের মেঝে থেকে সামিনার ফুলে যাওয়া লাশ উদ্ধার করে। তবে তার স্বামী রুহল আমিন পলাতক আছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সিডস্টোর উত্তরবাজারে তালাবদ্ধ একটি বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ঘরের মেঝেতে পড়েছিল। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ