ঈদুল আজহায় হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে সাদাকা ফাউন্ডেশন ইউএসএ। সংস্থাটি হবিগঞ্জের মাধবপুরে হতদরিদ্রদের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে।
শনিবার (৭ জুন) দুপুরে মাধবপুরে কোরবানির গোশত বিতরণকালে সাদাকা ফাউন্ডেশন ইউএসএ হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও ইকরা দারুল উলুম মাদরাসা হবিগঞ্জের প্রিন্সিপাল মাওলানা মাসউদুল কাদির বলেন, হতদরিদ্র মানুষের ঘরে গোশত পৌঁছে দেওয়া ঈদ আনন্দ ভাগাভাগির শামিল।
বিজ্ঞাপন
মাওলানা মাসউদুল কাদির বলেন, পবিত্র কোরবানি একটি ওয়াজিব আমল। কোরবানিকে কেন্দ্র করে গোশত রান্না হয় দরিদ্র পরিবারে। কোরবানির উদ্যোগ আল্লাহর পক্ষ থেকে বড় মেহমানদারি।
মাওলানা মাসউদুল কাদির আরও বলেন, ইউএস সাদাকা ফাউন্ডেশন বাংলাদেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। অন্যান্য বারের মতো বাংলাদেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ।
প্রসঙ্গত, সাদাকা ফাউন্ডেশন ইউএসএ দুর্যোগে, রমজানে, কোরবানিতে বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়ায়।
বিজ্ঞাপন
জেবি