জামায়াত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন দেখতে চান না জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জাতি যেনতেন নির্বাচন চায় না: জামায়াতের আমির
তিনি আরও বলেন, অন্য কোনো দেশ নির্বাচনে হস্তক্ষেপ করুক, এটা কাম্য নয়। আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা সবার বন্ধু হয়ে থাকতে চাই।
সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে জীবন্ত কবর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। তাই কেউ কথা বলেনি। সারাটা দেশ তছনছ হয়ে গিয়েছিল, তবুও তারা বলতো বাংলাদেশ উন্নত হচ্ছে।
আরও পড়ুন: সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন
বিজ্ঞাপন
বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের উদ্দেশ্যে করে জামায়াতের আমির বলেন, আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ। ন্যায়বিচারের দাবি যার পাওনা, সেই ভাবে। যদি সৎ নেতৃত্ব আসে, তাহলে পাঁচ বছরে দেশ বদলে যাবে।
সভায় আরও বক্তব্য রাখেন - জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলীসহ অন্যান্যরা।
প্রতিনিধি/ এমইউ