চট্টগ্রামের মিরসরাইয়ে শেষ রাতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় দমবন্ধ হয়ে জয়নাল আবেদীন (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
শনিবার (৭ জুন) দিবাগত রাত ৩টায় বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছেরাজুল হক প্রকাশ ছেরুর দোকানঘর ও কলোনিতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আদালতে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
নিহত মো. জয়নাল খাগড়াছড়ি জেলার দিঘীনালা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টায় বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছেরাজুল হক প্রকাশ ছেরুর দোকানঘর ও কলোনিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ছেরাজুল হকের সব দোকান ও কলোনির সব ঘর পুড়ে ছাই হয়ে গেছে৷
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন জানান, রাতে আগুন লাগার চিৎকার শুনে বের হয়ে দেখি ছেরাজুল হকের সব দোকান, ঘর পুড়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এবং স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশিরভাগ ঘর-বাড়ি। এছাড়াও অগ্নিকাণ্ডের ধোঁয়ায় দমবন্ধ হয়ে জয়নাল আবেদীন নামে এক অটোরিকশা চালক মারা গেছেন। মৃত জয়নাল দীর্ঘ দিন ধরে ছেরুর কলোনিতে বসবাস করে আসছিলেন।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন লাগার কারণে ধোঁয়ায় দমবন্ধ হয়ে একজন মারা গেছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।
প্রতিনিধি/ এমইউ