শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

নড়াইলে ঈদের রাতে ব্যবসায়ীর প্রাইভেটকারে আগুন

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৮ জুন ২০২৫, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

নড়াইলে ঈদের রাতে ব্যবসায়ীর প্রাইভেটকারে আগুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাহমুদ আলী নামে এক ব্যবসায়ীর প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেছে।  

শনিবার (৭ জুন) ঈদের দিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী মাহমুদ আলী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ হাফিজার আলীর ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী বলে জানা গেছে।

ভুক্তভোগী মাহমুদ ও তার স্বজন সূত্রে জানা গেছে, শনিবার ঈদের দিন রাত সাড়ে ১০ টার দিকে ব্যবসায়ী মাহমুদ প্রাইভেটকারটি নিজ গ্রামের বাড়ি শামুকখোলায় প্রতিবেশী কামরুল নামে এক ব্যক্তির বাড়ির পাশে পার্কিং করে রেখে কাভার দিয়ে ঢেকে রাখেন। পরে ভাই-বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত ২টার দিকে গাড়ি দেখে বাসায় চলে যান। এরপরে রাত সাড়ে ৩টার দিকে খবর পান তার প্রাইভেটকারে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার জ্বলতে দেখেন। পরে ৯৯৯ এ কল দেওয়া হলে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, ৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর