শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

বাগেরহাটে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৮ জুন ২০২৫, ০৭:৫১ এএম

শেয়ার করুন:

বাগেরহাটে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৭জুন) সন্ধ্যা চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


নিহত আজিজুল চৌধুরী সিংগাতি গ্রামের মোশারেফ চৌধুরীর ছেলে। আহতদেরকে উদ্ধার করে মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কাবুল চৌধুরীর ভাইপো আজিজুল চৌধুরী গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান। এসময় উভায় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানান গেছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর