বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাহাতি পেশার শরিফুল ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জের দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জের মৌমারীর গ্রামে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করলেন।
শনিবার (৭ জুন) ঈদের দিন সকালে মৌমারির নিজ গ্রামের মাষ্টারপাড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে পরিবারের সদস্য ও গ্রামবাসীদের সঙ্গে কোলাকুলি করেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। আত্বীয় স্বজন ও স্থানীয় লোকজনদের সাথে পারিবারিক বিষয় নিয়েও কথা বলেন শরিফুল ইসলাম।
বিজ্ঞাপন
এর আগে,ক্রিকেটার শরিফুল ইসলাম সদ্য শেষ হওয়া পাকিস্তানে টি টুয়েন্টির সিরিজ শেষ করে কয়েকদিন আগে বাসায় ফিরেন। গ্রামের বাড়িতে এসে নিজে কিনেছেন কোরবানি। পরিবারের সদস্যদের সাথে নিয়ে এবারের পবিত্র ঈদ উল আযহা পালন করতে পেরে তিনি সত্যিই আনন্দিত।
শরিফুলের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, শরিফুলের ছুটি না থাকার কারনে ঈদ করে রবিবার (৮ জুন) ঢাকায় ফিরবেন। শরিফুল আসার কারনে পরিবারের সকল সদস্যরা এক সাথে ঈদ করতে পেরে খুব খুশি সবাই। শরিফুল
এবারে কোরবানি দেবার জন্য হাটে গিয়ে কিনেছেন দেড় লক্ষ টাকা মূল্যের একটি গরু। গরীব, অসহায় মানুষের মাঝেও মাংস বিলি করবেন বলে জানান ক্রিকেটার শরিফুলের পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
এদিকে শরিফুলকে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে দেখা গেছে।
ক্রিকেটার শরিফুল বলেন, পবিত্র ঈদুল আযহার এই দিনটি পরিবারের সদস্যদের সাথে উদযাপন করতে পেরে অনেক ভালো লাগছে। একই সাথে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন ক্রিকেটার শরিফুল।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম শুভ জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাহাতি পেশার শরিফুল ইসলাম ঈদ করার জন্য নিজের এলাকায় এসেছেন। আমরা তাকে কাছে পেয়ে খুবই ভালো লাগছে। আমাদের সাথে গতকাল রাতে আড্ডাও দিয়েছেন শরিফুল ইসলাম।
প্রতিনিধি/ এজে