বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে আমির হামজা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত আমির হামজা একই এলাকার ফরহাদ বেপারীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলছিল আমির হামজা। হঠাৎ অসাবধানবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। 

পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যার আগে ভাসমান অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামজাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর