বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদসহ কারবারি গ্রেফতার 

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদসহ কারবারি গ্রেফতার 

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ঈদের আগের রাতে ৪০ বোতল ভারতীয় মদসহ শফিকুল ইসলাম নামের এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ জুন) দুপুরে গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। 


বিজ্ঞাপন


শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি টহল দল জানতে পারে যে শফিকুল ইসলাম বিক্রির জন্য নিজ বাড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদ মজুদ রেখেছেন। সংবাদের সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ তার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বাড়ির খড়ের গাদা থেকে ৪০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং শফিকুলকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে গ্রেফতার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর