বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

মেঘনা নদী থেকে নিখোঁজ ২ নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

মেঘনা নদী থেকে নিখোঁজ ২ নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটের মেঘনা নদীতে চার যাত্রীসহ সিএনজিচালিত অটোরিকশা পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ জুন) ভোররাত ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহতরা হলেন - খালেদা বেগম (৫৫) ও ফারজানা বেগম (২২)। তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের বাসিন্দা।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, বিকেল ৬টার দিকে মেঘনা নদী থেকে সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। ভেতরে দু’নারীর মরদেহ পাওয়া গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরির পাশে কোনো রেলিং বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। ফলে ফেরি সামান্য কাত হয়ে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তবে এ ঘটনার পরপরই আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেন বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। ফেরিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর