বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

বিশনন্দী ফেরিঘাটে ৪ যাত্রীসহ অটোরিকশা নদীতে

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

বিশনন্দী ফেরিঘাটে ৪ যাত্রীসহ অটোরিকশা নদীতে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ফেরিঘাটে চার যাত্রীসহ অটোরিকশা নদীতে পড়ে গেছে। এই দুর্ঘটনায় দু’জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও দুই নারী নিখোঁজ রয়েছেন। 

শনিবার (৭ জুন) ভোর ৪টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিখোঁজ দুই নারী  হলেন - খালেদা বেগম (৪০) ও ফারজানা বেগম (১৯)। 

উদ্ধার হওয়া দু’জন হলেন- খালেদা বেগমের ছেলে কামাল হোসেন (১৯) ও ফারজানা বেগমের স্বামী সাগর হোসেন। 

তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। চারজনই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলবাগ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ঢাকা থেকে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাচ্ছিলেন। ভোরে বিশনন্দী ফেরিঘাটে পৌঁছে সিএনজিচালিত অটোরিকশাসহ ফেরিতে ওঠেন। ফেরি ছাড়ার দুই মিনিটের মাথায় হঠাৎ করেই অটোরিকশাটি যাত্রীসহ নদীতে পড়ে যায়। 


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরির পাশে কোনো রেলিং বা সুরক্ষা ব্যবস্থা ছিল না। ফলে ফেরি সামান্য কাত হয়ে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তবে এ ঘটনার পরপরই আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। দু’জন পুরুষ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখন পর্যন্ত দু’জন নারী নিখোঁজ রয়েছেন। নদীতে পানি প্রবল হওয়ায় উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। আমরা ঢাকার ডুবুরি দলের সহায়তা নিচ্ছি। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন। তিনি উদ্ধারকৃতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমের তদারকি করেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর