মাগুরায় নোমানী ময়দানে কয়েক হাজার মুসল্লীর অংশগ্রহণে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জুন) সকাল সাড়ে সাতটায় এ জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকে ঈদগাহ মাঠে মুসল্লিদের ঢল নামতে থাকে। নোমানি ময়দান মাঠজুড়ে মারজুড়ে মুসল্লিদের উপস্থিতি লক্ষ করা যায়।
বিজ্ঞাপন
পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমাম মুফতি মাওলানা হাবিবুর রহমান নামাজ পরিচালনা করেন।
ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম।
ঈদের জামাত শেষে মোনাজাতে মুক্তিযোদ্ধা ও ২৪ শে গণ আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনায় মাগফেরাত কামনা করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে